Amar Ekatarata Lyrics (আমার একতারাটা লিরিক্স)- Lagnajita Chakraborty

Amar Ekatarata Lyrics which is sung by Lagnajita Chakraborty is from the movie Rawkto Rawhoshyo. The lyrics for Amar Ekatarata has been penned by Debdeep Mukhoopadhyay.

Amar Ektarata Lyrics(আমার একতারাটা লিরিক্স) by Lagnajita Chakraborty

Song : Amar Ektarata
Movie : Rawkto Rawhoshyo
Lyrics, Music & Arranged : Debdeep Mukhopadhyay

Amar Ektarata Lyrics In Bengali (আমার একতারাটা লিরিক্স )

এই একতারাটার সুর গুলো খুব একা
তার কাঁচা আলোর গন্ধে,
ফেরার পথে দেখা হলে নেশার মতো দুহাত
শুধু কালবৈশাখী চাই,
ওই সিড়ি ভাঙ্গা অঙ্ক গুলো
ডোবালো আমায় ।

এর চেয়ে বেশি কি
বলো আর চাইতে পারি?
ভাবি প্রমাণ কি আর করবে সরলরেখাও
অন্ধকারও উড়িয়ে দিলে হাত পাখারা
যদি পারো আমায় ভালোবাসতে শেখাও ।

আবার উড়বো বলে চাইছি দুটো ডানা
বলো মেঘ না হয়ে থাকবে কতক্ষন ?
আমরা যেমন নীল কাগজের নৌকা বানাই
আমরা ভাঙতে থাকি ।

এর চেয়ে বেশি কি বলো আর
চাইতে পারি?
ভাবি প্রমাণ কি আর করবে অপেক্ষা
অন্ধকারের অন্ধকার আজ কম পড়েছে
যদি পারো সেটাই ভালোবাসতে শেখাও ।

আমার ফুল খেলা ঘর বাঁধলো ঠোঁটে বিচ্ছিরি গান
তোমার ঘুম ভেঙেছে কৃষ্ণচূড়ার মতো
এই বুকের ভিতর নরম আলো পাস ফিরে থাক ।
আমি জলছবিতে আঁকবো তোমার ইতঃস্তত
আমি জলছবিতে আঁকবো তোমার ইতঃস্তত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here