Radhari Jonne Song Lyrics – Niharika Nath, Anurag Chatterjee

Niharika Nath and Anurag Chatterjee perform “Radhari Jonne Song Lyrics.” Raja Chatterjee And Anurag Chatterjee Wrote The Bengali Song Lyrics. Antarip Adhikary mixed and mastered the song.

Radhari Jonne Song Lyrics - Niharika Nath,  Anurag Chatterjee

- Advertisement -

Singers: Niharika Nath & Anurag Chatterjee Music
Composer: Anurag Chatterjee
Lyrics: Raja Chatterjee & Anurag Chatterjee
Music Arrangement: Arnab Chowdhury

Radhari Jonne Song Lyrics

মাঝরাতে, আজও সে ঘুম কাড়ে
অজানা অকারণে,
মন আজও, তার কাছে যেতে চায়
নিজেরই হাজার বারণে।

আজও সে হারায় প্রেমের অরণ্যে
আজও বাঁশির সুর রাধারই জন্যে।

খুঁজে এই দুচোখ, এই সবুজ পালক
তাকে সারাক্ষন গোপনে।
তার নামের ছোঁয়া, সব নিভে যায়
যত অন্ধকার এ মনে।

সে কি না বলা মনের কথা শোনে,
আজও সে কি চায় আমাকে গোপনে।

আজও সে হারায় প্রেমের অরণ্যে
আজও বাঁশির সুর রাধারই জন্যে।

Latest Lyrics

Trending Bengali Song Lyrics

Top Bengali Song Lyrics