Emil from the Shunno Band performs the unplugged version of the song “Shudhu Amar Lyrics.” Tanvir Chowdhury wrote the lyrics for Shudhu Amar in Bengali.
Vocal: Emil
Tuned and Composed by SHUNNO
Audio Production: Shaker Raza
Audio Recording: Audio Design Bangladesh
Lyrics: Tanvir Chowdhury
Shudhu Amar Lyrics
আমার কিশোরে বুকে তুমি ছিলে
প্রথম প্রেমে ব্যথা,
তোমায় ভেবে ভেবে গান হয়ে যেতো
আমার না বলা কথা।
স্বপ্ন বাজি রেখে হাত বাড়ালাম
তুমিও দিলে সারা,
কিছু ভুল কিছু অভিমান গুনে
সময় বসানো পাহারা।
মন বোকা বেচারা
ভেবে দিশেহারা,
সে তুমি আসবে কবে?
তুমি কি আমার হবে?
শুধু আমার,
আবার হবে আমার?
তুমি যত দূরে,
ছিলে বুকের তারে স্মৃতি হয়ে বেজেছিলে।
আমার গোধূলি মনে একলা সেঁজুতি তুমি,
জোনাকিও জ্বেলেছিলে।
মনে আছে প্রথম বৃষ্টি ভেজা দিন
অগন্তি তারা জ্বলা রাত,
চাঁদের কিনার থেকে ঝাপ দিয়েছি
ধরতে তোমার দুটো হাত।
আজ আমার হাত ধরে
চেনা অচিনপুরে,
তুমি কি পা বাড়াবে?
তুমি কি আমার হবে?
শুধু আমার,
আবার হবে আমার?